আপনার ইউটিউব চ্যানেলের জন্য কেন একটি ওয়েবসাইট থাকবে ? আপনার নিজস্ব ওয়েবসাইট আপনার চ্যানেল চালু করার মুহূর্ত থেকে আলাদা একটা ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করবে । আপনার নিয়ন্ত্রনে সম্পূর্ণ আলাদা একটা space থাকবে দর্শকদের জন্য, যা আপনাকে নতুন সাবস্ক্রাইবার আর viewers দেবে । যারা ইউটিউব ব্যবহার করেন না তারা আপনার ব্র্যান্ড সম্পর্কে জানতে পারবেন আপনার ওয়েবসাইট থেকেই ।
আপনার চ্যানেল Youtube এর বাইরে থেকেও দর্শক পাবে । Google আর বাকি সার্চ ইঞ্জিন গুলোতে আপনার ভিডিও rank করতে অনেক বেশি সাহায্য পাবে নিশ্চিতভাবে । যা আপনার channel প্রধান উদ্দেশ্য হওয়া উচিত ।
YouTube-এর সাথে আসা অ্যাড আর বিভ্রান্তি ছাড়াই আপনার ভিডিও দেখাতে পারবেন , আপনার ব্র্যান্ডের সাথে সংযোগ বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইট । ভবিষ্যতে monetization এ যা আপনাকে অনেক সুবিধা দেবে ।
আপনার চ্যানেল যদি মেকআপ আর্টিস্ট , ফটোগ্রাফি বা অন্য ধরনের Art এর সাথে যুক্ত হয় , আপনার ওয়েবসাইটে আপনি আপনার সম্পূর্ণ পোর্টফোলিও শেয়ার করতে পারবেন । আপনার ওয়েবসাইটে সম্পূর্ণ আপনার ডিজাইন করা পোর্টফলিও থাকবে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিঙ্ক থাকবে, যেখান থেকে সহজেই অন্যান্য প্লাটফর্মে আপনাকে তারা সহজেই পেয়ে যাবে ।
আপনার নিজের ওয়েবসাইটে ভিডিও আর নিজস্ব ad চালাতে পারবেন সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রনে । নিজের ভিডিও দিয়ে বানানো ব্র্যান্ড থেকে আপনার ওয়েবসাইটেও আলাদা ইনকাম করতেই পারবেন
Travel bloggers, fashionistas, or makeup artist নিজেদের ফটো গ্যালারী শেয়ার করতে পারেন, Before-After image, Adventurous pictures শেয়ার করতে পারবেন , যা অন্যান্য সোশ্যাল মিডিয়া তেও শেয়ার হবে । নিসন্দেহে যা আপনার Viewers Engagement বাড়াবে ।
যদি আপনার ইউটিউব চ্যানেল শুধুমাত্র একটি সীমায় আটকে রাখতে চান, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইট প্রয়োজন নেই , কিন্তু সমস্ত সোশ্যাল প্লাটফর্মে Engagement বাড়াতে, সার্চ ইঞ্জিনে নিজের ভিডিও rank করতে, ভবিষ্যতে আপনার ভিডিও দিয়েই বানানো ব্র্যান্ড থেকে আলাদা একটা রোজগার করতে, সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রনে আলাদা একটা জায়গা বানাতে আপনার অবশ্যই ওয়েবসাইট প্রয়োজন ।
0